ProMASS, Oct 24, 2016:
নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে। শক্তিনগর জেলা হাসপাতাল থেকে শনিবার তাকে এই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এখনও জ্বরে আক্রান্ত ৩০জন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
দক্ষিন দিনাজপুরের পর উত্তর দিনাজপুর জেলাতেও ডেঙ্গি ছড়িয়েছে। রায়গঞ্জ হাসপাতালে জ্বরে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত চারদিনে জ্বরে ৫ জনের মৃত্যু হয়েছে।মৃত্যুর কারন ডেঙ্গি বলে তাদের পরিবার দাবি করলেও স্বাস্থ্য দপ্তর তা স্বীকার করেনি। জ্বরের প্রকোপ সবচেয়ে বেশি রায়গঞ্জের মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জ্বরে আক্রান্ত শতাধিক রোগী রায়গঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।
দক্ষিন দিনাজপুরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রনে বলে জেলা প্রশাসন দাবি করলেও জ্বরে আক্রান্ত আরও এক রোগির বালুরঘাট হাসপাতালে মৃত্যু হয়েছে। এই নিয়ে এক সপ্তাহে ঐ হাসপাতালে ডেঙ্গিতে ও অজানা জ্বরে ৯জনের মৃত্যু হল।
বালুরঘাটের গোপালবাটির বাসিন্দা বছর ৪৩ –এর সুনীল মার্ডি জ্বর নিয়ে গত ১৯ শে অক্টোবর বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রক্ত পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি মারা যান। স্থানীয় বিধায়ক বিশ্বনাথ চৌধুরি ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে সর্বদল বৈঠক ডাকার দাবি জানিয়েছেন।