ProMASS, Agartala, Nov 9, 2016: নির্বাচন কমিশনের নির্দেশে বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দুটি বুথকে আদর্শ বুথ হিসাবে গড়ে তোলা হবে।
এই দুটি বুথে বৃদ্ধ ভোটারদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হবে, গর্ভবতী মায়েদের জন্য বা কোলে বাচ্চা রয়েছে সেই সমস্ত মায়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, যাতে ভোট দিতে তাদের কোন অসুবিধা না হয়। তাছাড়া ভোটারদের জন্য পানীয় জলের ব্যবস্থাও করা হবে।