ProMASS: Dec 22, 2016:
বিশালগড় ব্লক ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব ২৬ ডিসেম্বর
আগামী ২৬ ডিসেম্বর কড়ইমুড়াস্থিত ‘ছায়ানট’ হলে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিশালগড় ব্লকের যৌথ উদ্যোগে বিশালগড় ব্লক ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। ঐদিন বেলা ২টায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপাহীজলা জিলা পরিষদের সভাপতি ফকরউদ্দিন আহমেদ।সম্মানিত অতিথি হিসাবে থাকবেন বিধায়ক নারায়ন চৌধুরী, বিশালগড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দীপক পাল, মহকুমা শাসক নান্টু রঞ্জন দাস, ব্লকের বি ডি ও রতন ভৌমিক এবং সিপাহীজলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক অমৃত দেববর্মা । অনুষ্টানে সভাপতিত্ব করবেনবিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দুলন সরকার(হাজারী)।
জিরানীয়া ব্লক ভিত্তিক লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠান
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং জিরানিয়া ব্লকের যৌথ উদ্যোগে ১৭ডিসেম্বর মজলিশপুর কমিউনিটি হলে জিরানীয়া ব্লক ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দেবনাথ লোক সংস্কৃতি উৎসবের উদ্ধোধন করে বলেন, লোক সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এধরনের কর্মসূচি গ্রহন করা হয়েছে।প্রধান অতিথির ভাষনে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সঞ্জয় দাস বলেন, সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। এর প্রসারে সকলকে এগিয়ে আসতেহবে। অনুষ্ঠানের সভাপতি জিরানীয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রঞ্জন দাস লোক সংস্কৃতির তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য অনুকূল চন্দ্র দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেযারম্যান কালীপদ চক্রবর্তী বিশিষ্ট সংগীত শিল্পী কেশব ভট্টাচার্য প্রমুখ। স্বাগত ভাষন দেন ব্লকের বিডিও অরিন্দম দাস। উদ্ধোধনী সঙ্গীত পরিবেশন করেন জিরানীয়া তথ্য ও সংস্কৃতি কার্যালয়এবং বিভাগীয় সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের শিল্পীগন। ব্লক এলাকার ১৬টি দলের ৩০০ লোক শিল্পী অনুষ্ঠানে লোক সংগীত ও লোকনৃত্য পরিবেশন করেন।
রূপাইছড়ি ব্লক ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং রূপাইছড়ি ব্লকের যৌথ উদ্যোগে সম্প্রতি রূপাইছড়ি ব্লক ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়।মহামুনি ভিলেজের পুরিদং কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন দক্ষিন ত্রিপুরা জিলা পরিষদের সভাপতি হিমাংশু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডি সি অরুন ত্রিপুরা। উদ্ধোধকের ভাষনে শ্রীরায় লোকসংস্কৃতি উৎসবের গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সংস্কৃতির অবদান রয়েছে। গ্রামীন এলাকায় সংস্কৃতি চর্চা প্রসারের লক্ষেই এই কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন ভিলেজ এলাকার শিল্পীরা, সাংগ্রাই, মামিতা,গড়িয়া, ককবরক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে মহামুনি ভিলেজ কমিটির চেয়ারম্যান লাফ্রু মগ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক মনোজ দেববর্মা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। স্বাগত ভাষন দেন বি ডি ও তাপস কুমার সিনহা। সভাপতিত্ব করেন রূপাইছড়ি বি এ সির চেয়ারম্যান এম ডি সি সাথই মগ।
পঞ্চায়েত ও ভিলেজ লোক সংস্কৃতি উৎসব
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশালগড় ব্লকের বিভিন্ন পঞ্চায়েত ও ভিলেজে লোক সংস্কৃতি উৎসব আয়োজিত হচ্ছে। ইতিমধ্যে উত্তর ব্রজপুর, মধ্য ব্রজপুর, ছেচরিমাইল, উত্তর চড়িলাম ও আড়ালিয়া পঞ্চায়েত এবং বাথানমুড়া, রংমালা ও রামনগর ভিলেজে লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলিতে সংশিষ্ট পঞ্চায়েত প্রধান ও ভিলেজের চেয়ারম্যান সহ সংস্কৃতি প্রেমী জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার শিল্পীরা লোক সঙ্গীত ও লোক নৃত্য পরিবেশন করেন।
Courtesy : AIR NEWS