ProMASS: Jan 05, 2017: গত মঙ্গলবারের ভূমিকম্পে ত্রিপুরা রাজ্যে ১৩১২ টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।একজন মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭ জন। সরকারীসুত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় ১৩১২ টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ১৫৬টি বাড়িঘর, আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ১১৫৬ টি বাড়িঘর। গতকাল সন্ধ্যায় রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী জানান, গোমতি ও সিপাহী্লা জেলা ছাড়া বাকি ৬ জেলায়ই ভূ-কম্পের ক্ষতিকর প্রভাব পড়েছে। রাজস্বমন্ত্রী জানান, নিহত কমলিনী কন্দের পরিবারকে আপৎকালীন ১০ হাজার টাকা সাহায্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় প্রাকৃতিক বিপর্যয় তহবিলের নির্দেশিকা অনুযায়ী, এই পরিবারকে পরবর্তী সময়ে চার লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। সম্পূর্ন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রত্যেককে ৯৪,০০০ টাকা করে সাহায্য দেওয়া হবে বলেও মন্ত্রী জানান।
Courtesy: AIR NEWS