ProMASS: Jan 09. 2017: রাজ্যের বিভিন্ন প্রান্তে চলাচল ই-রিক্সা ব্যাটারি রিক্সা গুলোর যাত্রী নিরাপত্তা ও রিক্সা গুলোর দাম কমাতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে দাবি করল ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই দাবি করে বলা হয় রাজ্যের ছেলে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রণজয় দত্ত নতুন ধরনের সুরক্ষিত ও স্বল্প ব্যাটারি চার্জের এই রিক্সা গুলোর গুনগত পরিবর্তনে গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছেন। সাংবাদিক সম্মেলনে ইঞ্জিনিয়ার রণজয় দত্ত, ছাড়াও Tripura Skill Development Mission এর চেয়ারম্যান প্রাক্তন মুখ্য সচিব এস. কে. পান্ডা, বিজ্ঞান যুগ্ম আহ্বায়ক ড: মিহির লাল রায় ও নটরাজ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
Courtesy: AIR NEWS