ProMASS: Jan 13, 2017: আগামী দুই বছরের মধ্যে আগরতলা আঞ্চলিক ক্যান্সার সেন্টরে ক্যান্সার রোগের সব রকম চিকিৎসা এবং পরীক্ষা নিরিক্ষার সুযোগ তৈরী করা হচ্ছে।গতকাল সকালে আগরতলা আঞ্চলিক ক্যান্সার সেন্টারে অমৃত ফার্মেসির আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এই কথা বলেন। তিনি বলেন, বর্তমানে এই সেন্টারে আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে হাসপাতালের নতুন ভবন চালু হয়ে গেলে অত্যুাধুনিক সব ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে ক্যান্সার হাসপাতার মেডিক্যাল সুপার ডা: গৌতম মজুমদার বলেন অমৃত ফার্মেসি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। হিন্দুস্থান লেটেক্স লিমিটেড এর সহায়তায় এখানে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই ফার্মেসি থেকে বি.পি.এল অন্তভূর্ত ক্যান্সার রোগীরা বিনা পয়সায় সমস্ত ওষধ পাবেন। এ.পি. এল-ভূক্ত রোগিরা এখান থেকে ওষধ ক্রয়ের ক্ষেত্রে বিশ শতাংশ থেকে ৯০ শতাংশ ছাড় পাবেন।