ProMASS:Jan 16, 2017: নতুন বছরে এই নিয়ে দ্বিতীয়বার পেট্রোপণ্যের দাম বাড়লো। তেল বিপণনকারী সংস্থা আই ও সি পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির কথা জানিয়েছে। পেট্রোলের দাম লিটার প্রতি ৪২ পয়সা এবং ডিজেলের দর প্রতি লিটারে ১টাকা ০৩ পয়সা করে রবিবার মধ্যরাত থেকে বেড়েছে। এই নিয়ে বিগত ছয় সপ্তাহে মোট চারবার এবং গত একমাসে মোট তিনবার বাড়লো পেট্রোল-ডিজেলের দর। তেল বিপণনকারী সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, মুদ্রা বিনিময় হার এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রেক্ষিতে দরবৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।