ProMASS: Jan 17, 2017: আজ নয়া-দিল্লিতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের, রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে আগরতলার রা্জ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন।
এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের কর্মসূচি অনুযায়ী ত্রিপুরায়ও গতকাল থেকে ‘সক্ষম ২০১৭’ জ্বালানী সংরক্ষন ক্ষমতা মহোৎসবের সূচনা হয়েছে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে গতকাল আগরতলায় কুঞ্জবন ডিপো প্রাঙ্গণে এই ‘সক্ষম-২০১৭’ এর উদ্বোধন করেন খাদ্য অধিকর্তা দেবাশিষ বসু। তিনি সক্ষম ২০১৭’ এর তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ভবিষ্যতে নিরাপদের জন্য জ্বালানি সংরক্ষন খুবই জরুরী। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আর. কে. মোহন সিং তেল ও গ্যাস সংরক্ষনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।