Apr 18, 2017: বৈদ্যুতিন ভোট যন্ত্র বা ই ভি এম–এ ভোটার ভেরিফাইড পেপার অঢিট ট্রেইল বা VVPAT যুক্ত করার দাবির পক্ষে, রাজ্য নির্বাচন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া বলেছেন, গনতন্ত্রে ভোটারদের মতামত-ই একমাত্র বিবেচ্য ও গুরুত্বপূর্ন। কাজেই, ভোটারদের মতামত সঠিকভাবে ভোটযন্ত্রে প্রতিফলিত হয়েছে কিনা তাও দেখা দরকার। নির্বাচন কমিশনের প্রতি এই আবেদন জানিয়ে মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, ভোটারদের প্রদত্ত ভোটের যাচাই করার জন্য নতুন ব্যবস্থা গ্রহনের দাবী যুক্তি সঙ্গত। উল্লেখ্য , সিপিএম এর সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি, মুখ্য নির্বাচন কমিশনারকে এক চিঠিতে VVPAT-র দাবী জানিয়েছেন।
এম জি এন রেগা প্রকল্পে, শ্রমিকদের গত অর্থ বছরের বকেয়া মজুরি মিটিয়ে দিতে, গ্রামোন্নয়ন দপ্তর রাজ্য সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকা ঋন নিয়েছে। শ্রমিকদের বকেয়া মজুরি গড়িয়া পূজার আগেই মিটিয়ে দেওয়া হবে। গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া গতকাল মহাকরনে এ সংবাদ জানান। তিনি জানান , গত অর্থ বছরে কেন্দ্রিয় সরকার রেগা প্রকল্পে ত্রিপুরার জন্য ৭৯ শ্রম দিবস অনুমোদন করে। চলতি অর্থ বছরের জন্য অনুমোদন করছে ৪২ শ্রম দিবস। রাজ্য সরকার ১০০শ্রম দিবস কাজ দিতে, কেন্দ্রিয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। (AIR NEWS)