Apr 21, 2017: বিলোনিয়া এবং সোনামুড়া মহকুমায় বি জে পি দুটি জনসভা করেছে গতকাল। ঐ জনসভায় বি জে পি রাজ্য সভাপতি বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের নারী নেত্রী রূপা গাঙ্গুলি।


জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রুপা গাঙ্গুলী অভিযোগ করেন, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে রূপায়িত হচেছ না| রাজ্য সরকার সার্বিক ভাবে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন| এদিকে গতকাল কাঠালিয়াতে বি জে পির সভাতে বি জে পি সভাপতি বিপ্লব কুমার দেব ও সাংসদ রুপা গাঙ্গুলী বক্তব্য রাখেন| অন্যদিকে রাজ্য কংগ্রেস নেতা সাহ আলম আজ বি জে পিতে যোগ দান করেন| তাকে দলে গ্রহন করেন বি জে পি সভাপতি|
