May 05,2017: মালদায় এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মাদার অ্যান্ড চাইল্ড হাব সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করে বলেন-মালদার আম ইউরোপ, আবুধাবি এবং সৌদি আরবে পাঠানোর ব্যাপারে কথাবার্তা চলছে। এছাড়া মালদা,কোচবিহার ও বালুরঘাট থেকে ছোট বিমান চালু করার জন্য পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে।
গতরাতে মুখ্যমন্ত্রী মালদা থেকে নদীয়া এসে পৌঁছান।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে বসবেন। বৈঠকে,তিনি জেলার উন্নয়নের অগ্রগতি পর্যালোচনা করবেন। আজকের প্রশাসনিক বৈঠকে, জেলার স্বাস্থ্য-পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী ৭০টি নাসিংহোম কতৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন।
প্রশাসনিক বৈঠক ছাড়াও মুখ্যমন্ত্রী আজ রানাঘাট-নবদ্বীপ জলসরবরাহ কেন্দ্রে,নৃসিংহপুরের জেটির উন্নতিকরন,নবদ্বীপের একটি নতুন জেটির সূচনাসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের সবুজ পরিবেশকে রক্ষা করতে রাজ্য সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। বনসৃজন থেকে তার রক্ষনাবেক্ষন, গাছের অসুখ-বিসুখ নিয়ে রাজ্য বনদপ্তর ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করেছে বলে জানা গেছে। কোন এলাকায় কোন প্রজাতির গাছ কবে রোপন করা হল ডিজিটাল প্ল্যাটফর্মে তার ছবি সহ বিস্তারিত তথ্য আপলোড করা হবে। বন ও জীব বৈচিত্র রক্ষায় জাপানের সংস্থা জাইকার আর্থিক সহযোগিতায় রাজ্যে যে প্রকল্প চালু রয়েছে তার অংশ হিসেবেই নয়া এই ব্যবস্থা চালু করা হবে বলে জানা গেছে। এই প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপন এবং তা সংরক্ষনে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।