July 06, 2017: আগামী ১০ জুলাই থেকে আই পি এফ টির জাতীয় সড়ক ও রেল অবরোধ আন্দোলন সম্পূর্ন অনৈতিক বলে সি পি আই এম অভিযোগ করেছে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সি পি আই এম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন। এই আন্দোলনের পেছনে অন্য কোন রাজনৈতিক দলের সমর্থন নেই বলে তিনি জানান।
মনিপুরের কায়দায় রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। রাজ্যে তৃনমূল কংগ্রেসের বিধায়কদের পদত্যাগ করার জন্য তিনি দাবী জানিয়েছেন। রাজ্যের উন্নয়নে তৃনমূল কংগ্রেসের বিধায়কদের কোন ভূমিকা নেই বলে তিনি দাবি করেন। তাঁকে সি বি আই জেরা প্রসঙ্গে তিনি জানান, যে সব প্রশ্নের জবাব চেয়েছে সে সবের যথাযথ উত্তর দিয়ে সহযোগিতা করেছেন।