July 31,2017: রাজ্যের আরও দুটি ভিলেজ কমিটিতে বিদ্যুৎ সংযোগ স্হাপিত হলেই ত্রিপুরার সর্বত্র বিদ্যুৎ পৌছে যাবে। ওই ভিলেজ কমিটিকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী মানিকদে। গতকাল আগরতলা টাউনহলে ত্রিপুরা বিদ্যুৎকর্মী ইউনিয়নের পক্ষথেকে বিভিন্ন দাবিতে ডেপুটেশান দেওয়ার সময় বিদ্যুৎমন্ত্রী একথা জানিয়েছেন। বিদ্যুৎমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য বিশেষ জোর দিয়েছে। রাষ্ট্রায়ত্ব এন টি পি সি রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প স্পাপনের প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকার গন্ডাছড়ায় এই সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চায়।
তিনি কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে বলেন, সারা দেশে বিদুৎ সংস্থাগুলোতে বেসরকারী লগ্নী টানার চেষ্টা হচ্ছে। উওর-পূর্বাঞ্চলের নিপকোর শেয়ার বিক্রির ও চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বিদ্যুৎকর্মী ইউনিয়নের দাবিগুলো নিয়েও আলোচনা করেন। ডেপুটেশানে ইউনিয়নের সাধারন সম্পাদক বাদল শর্মা, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির চেয়ারম্যান সুভাষ সাহা বক্তব্য রাখেন। (AIR NEWS)