PM to inaugurate Conference on completion of a decade of RTI Act
New Delhi: Oct 15:
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য কমিশন তথা সি আই সি-র ১০ম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন।
“আর টি আই: ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত – স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আস্থা” শীর্ষক ভাবনা অবলম্বনে দুই দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সম্মেলনের উদ্বোধনী অধিবশেনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী অরুন জেটলি বক্তব্য রাখবেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক তথা ডোনার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা: জিতেন্দ্র সিং।
২০০৫-এ তথ্য জানার আইন চালু হওয়ার পর ২০১৫ সালে এক দশক পূর্ণ হল। তাই এই সম্মেলনের গুরুত্বও যথেষ্ট |
বিগত এক দশকে কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে এ পর্যন্ত ২,১২,৭৬২টি অভিযোগ জমা পড়েছে এবং এর মধ্যে ১,৬২,৫০৪-টি আবেদনের মীমাংসা হয়েছে। সারা দেশে এবছরের জুন পর্যন্ত এর আওতায় ৫০ লক্ষের মতো তথ্য জানার আবেদন জমা পড়েছে।















