August 29,2017: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের বদলে ত্রিপুরা স্টেট অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গড়ার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন কেন্দ্রীয় উপজাতি কল্যানমন্ত্রী জুয়েল ওরাম। এক দিনের সফরে রাজ্যে এসে গতকাল বিকেলে আগরতলায় বি জে পি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী এই অভিমত ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ত্রিপুরায় পৃথক রাজ্যের দাবির বিষয়টি তাদের দল সমর্থন করে না। তিনি কতকাল ধলাই জেলার ছৈলেংটা বাজারে এক সমাবেশে বক্তব্য রাখেন। তিনি সেখানে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের লোকদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যা জানার চেষ্টা করেন। সমাবেশে বি জে পি-র রাজ্য সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর, ও রামপদ জমাতিয়া উপস্থিত ছিলেন।