তারা খসার শব্দ হল।
কান পাতো ….টুপ করে ঝরে পড়ল,
পেলে শুনতে?
রাতে ঝরে পড়া শিউলির মতো
নি:শব্দে, নিভৃতে।
….. পেলে কোন চিহ্ন খুঁজে?
আনাচে কানাচে … আকাশের মাঝে?
না, না তো!
ফিরবে না সে আর, উবে যাওয়া
শিশিরের মতো।
শিশির তো ফিরে আসে।
জানো না? … পরদিন ভোরের আকাশে
শুকতারার
গা বেয়ে, শিউলি ঝরা তানে
নতুন ভোরাই গানে।
—– পারমিতা