Paramita Gharai
December 24, 2018:
বাঁকানো কোমরে আলগোছে চুমু দিয়ে
রোদেলা দুপুর গড়িয়ে ব্রিজের পা’য়,
বোতাম খুলছে মখমলি মেগাসিটি
জোছনা হারায় ঝকমকে রাস্তায়।
লাল ঝুলি কাঁধে রেস্তোরাঁর গেটে
সান্টার ঠোঁটে ব্যবসায়ী হাসি বাঁকা,
কেক-উপহার-বেলুন-লাল টুপি
পার্ক স্ট্রিট হাসে, নেই কোথাও ফাঁকা।
ঠান্ডা আমেজ কফির ধোঁয়ায় ওড়ে,
যত মুখ সব বিজ্ঞাপনে ঢাকা,
গভীর রাতে ‘তন্ত্র’এই হোক সাধন,
সুরার রঙে বড়দিন হোক আঁকা।
ব্রীজের নীচে আগুন সেঁকে নিয়ে
আধখাওয়া পেট, ছেঁড়া কাঁথা দিয়ে ঢেকে
ফুটপাতে শোয় কলকাতারই যীশু
সময়ের পটে বাসি ছবিটাই এঁকে।
নতুন পুরোনো যে বছরই ঘুরে আসুক
যীশুর বাবা একটা সত্যি চেনে
খিদের ঘা পেটের নেহাই এ পড়ে
বড়দিন কেবল টাকার অঙ্ক গোনে।…..