দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-২০ এবং প্রথম তিনটি একদিবসীয় ক্রিকেট ম্যাচের দল ২০ সেপ্টেম্বর ঘোষণা করলো বিসিসিআই। এই ম্যাচগুলিতে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন এমএস ধোনি। প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের নেতৃত্ব নির্বাচন কমিটি ব্যাঙ্গালুরুতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
সদ্য ঘোষিত দলে এবারই প্রথম ডাক পেলেন পাঞ্জাবের অলরাউন্ডার গুরকিরাত সিং মান। চার বছর বাদে ভারতীয় দলের হয়ে খেলার আবার সুযোগ পেয়েছেন কর্ণাটকের বাঁ-হাতি সিমার শ্রীনাথ অরবিন্দ। টি-২০ ম্যাচগুলির জন্য হরভজন সিং-কে দলে রাখা হয়েছে, তবে আবারো বাদ পড়লেন রবীন্দ্র জাডেজা। শ্রীলঙ্কায় ভাল খেলার প্রেক্ষিতে টি-২০ এবং এক দিনের ম্যাচে দলে অন্তর্ভূক্ত হয়েছেন অমিত মিশ্র। শিখর ধাওয়ানও দুই ধরণের ফরম্যাটে খেলার জন্য ডাক পেয়েছেন। জিম্বাবোয়ে সফরে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছিল। অবশ্য দ: আফ্রিকার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অশ্বিন, রায়না, রায়ুডু এবং মোহিত শর্মা। এক দিনের ম্যাচে উমেশ যাদবকে নেওয়া হয়েছে, কিন্তু বরুন আরুন বাদ পড়েছেন। এই মাসেই দ: আফ্রিকার ক্রিকেট দল ভারত সফরে আসছে। ভারতে তিনটি টি-২০ এবং পাঁচটি একদিবসীয় ম্যাচ খেলবে দ: আফ্রিকা।
Click: http://www.enewstime.in/?p=760