ProMASS News Bureau: Feb 9, 2016:
কেন্দ্রীয় সরকার আগামী ১৫ বছরে উত্তর-পূর্বাঞ্চলে হাইড্রোকার্বন ক্ষেত্রে ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৯ ফেব্রুয়ারি ‘উত্তর-পূর্বাঞ্চলের হাইড্রোকার্বন ভিশন ডকুমেন্ট – ২০৩০ এর প্রকাশ করে একথা বলেন। তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি বাড়িতে আগামী তিন বছরের মধ্যে এল পি জি সংযোগ দেবার লক্ষ্য স্থির করা হয়েছে। এছাড়াও, এই অঞ্চলে ৭ হাজার কিলোমিটার পাইপলাইন বসানো হবে। এই ভিশনের লক্ষ্য হল, ২০৩০ সালের মধ্যে তেল ও গ্যাসের উৎপাদন দ্বিগুণ করা। মন্ত্রী বলেন, জনগণ, নীতি, অংশীদারিত্ব প্রকল্প ও উৎপাদন – এই পাঁচটি স্তম্ভের উপর ভিত্তি করেই ভিশন ডকুমেন্ট তৈরি করা হয়েছে।