পুষ্টি নিয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের সম্পূর্ণ প্রশিক্ষণ দেবার পরামর্শ দিল সংসদীয় উপদেষ্টা কমিটি | তেমনি অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য যথাযথ গৃহের ব্যবস্থা করতেও বললেন সাংসদরা | শুক্রবার এখানে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সাথে সংস্লিষ্ট সংসদীয় উপদেষ্টা কমিটির এক বৈঠকে তাঁরা এই আর্জি জানান | বৈঠকে পৌরহিত্য করতে গিয়ে মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতি মানেকা সঞ্জয় গান্ধী বলেন, জাতীয় পুষ্টি মিশনের অধীনে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের প্রশিক্ষনের দেবার ব্যবস্থা করা হবে | তাদের জন্য আরো সুযোগ-সুবিধেও দেওয়া হবে |
শ্রীমতি গান্ধী নারী কল্যাণে সরকারের বিভিন্ন স্কিম ও সাম্প্রতিক গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি সম্পর্কে সাংসদদের জানান | হেলথ ফোন ব্যবস্থা, হিংসাত্মক কোনো ঘটনায় পীড়িত মহিলাদের সবরকমের সাহায্য দিতে ওয়ান স্টপ সেন্টার সব রাজ্যে গড়ে তোলার পদক্ষেপ সম্পর্কে তিনি তাদেরকে জানান | তেমনি গ্রামীন এলাকায় মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক কান্ড দমনে বিশেষ পুলিস আধিকারিক নিয়োগের কর্মসূচি সহ ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচির অন্তর্ভুক্ত বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি বলেন | রাজ্য সরকারগুলো যাতে পুলিশ বাহিনীতে ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষণ করে তার জন্য রাজ্যগুলোকে প্রভাবিত করতে মন্ত্রী মানেকা গান্ধী সাংসদদের প্রতি আর্জি জানান | একইসাথে তিনি জানান, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের সাহায্যে আগামী এক বছরে সারা দেশে আরো ৫০,০০০ অঙ্গনবাড়ি কেন্দ্র গড়ে তোলা হবে| এই বৈঠকে অংশ নেন সাংসদ শ্রীমতি প্রতিমা মন্ডল, শ্রীমতি বিপ্লব ঠাকুর, শ্রীমতি আর বনারোজা, শ্রীমতি কনক লতা সিংহ, শ্রীমতি প্রিয়াঙ্কা সিংহ রাবাত, শ্রীমতি বিমলা কাস্যপ শুদ প্রমুখ | বৈঠকে আলোচনা করেন মন্ত্রকের সচিব শ্রীমতি ভি. সোমাসুন্দরম |