May 26, 2017: রাজ্য বিধানসভার অধিবেশনে গতকাল পন্য ও পরিষেবা কর বিল গৃহিত হয়েছে। গতকাল বিলের উপর আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী শ্রী সাহা বলেন, জুলাই মাসে পন্য ও পরিষেবা কর ব্যবস্থা দেশে শুরু হলে ১২১১টির মধ্যে সাত শতাংশ অর্থাৎ প্রায় ৮৫টি পন্য ও পরিষেবা কর-মুক্ত থাকবে। বিশেষ করে দানা শস্য, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্র করমুক্ত থাকবে।
এই আইন কার্যকর হলে ব্যবসায়ীদের প্রতিমাসে অনলাইনে তিনটি স্টেটম্যান্ট ও রিটার্ন দিতে হবে। তারা ট্যাস্কও জমা দেবে অনলাইন ই পেমেন্ট এর মাধ্যমে। এছাড়া এই আইনে কর ব্যবস্থার সরলীকরন, বহুবিধ করের অবসান ও ব্যবসায়ীদের কর প্রদানের স্বধীনতা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।