আগরতলা, ১৫ জুলাই, ২০১৫
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘দক্ষ ভারত’ অভিযানের সূচনা করেন | একই সাথে দেশের সব রাজ্য মিলিয়ে ১০০-টি শহরে এই দিবস পালন করা হয়| এরই অঙ্গ হিসেবে রাজ্যে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় ইন্দ্রনগর শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে | দ্বিতীয় অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে |
রাজ্য শিল্প ও বানিজ্য দপ্তর ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস-এর যৌথ উদ্যোগে ইন্দ্রনগর শিল্প প্রশিক্ষণ কেন্দ্র বা আইটিআই-এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বর্তমান সময়ে কারিগরী শিক্ষা ও দক্ষতা বিকাশ নিয়ে আলোচনা ও উপস্থাপনা মঞ্চস্থ করা হয়| রাজ্য সরকারে প্রধান সচিব শ্রী এম নাগারাজু দক্ষতা বিকাশ এর প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়ে বিভিন্ন দেশে কিভাবে দক্ষতা বিকাশ সংক্রান্ত পৃথক পাঠক্রমের সুযোগ নিয়ে যুবসমাজ কর্মসংস্থানের প্রভূত সুযোগ পাছে তার দৃষ্টান্ত তুলে ধরেন | তিনি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এধরনের বিশেষ প্রশিক্ষণ নেবার জন্য আগ্রহী হতে আহ্বান জানান | অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য শিল্প দপ্তরের অধিকর্তা শ্রী ভি জেনার এবং শিল্প-গোষ্ঠী সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস-এর পক্ষে শ্রীমতি রুপা দাশ | অনুষ্ঠানে দিল্লিতে অনুষ্ঠিত ‘স্কিল ইন্ডিয়া মিশন’-এর সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সরাসরি সম্প্রচার ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থাপন করা হয়|
অনুরূপভাবে, নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে বুধবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় | এর উদ্বোধন করেন বিধায়ক শ্রী গোপাল রায়| অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী রামু দাস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন শ্রীমতি পূর্নিমা রায়, নেহরু যুব কেন্দ্রের প্রাক্তন আঞ্চলিক কর্মকর্তা শ্রী বিধু ভূষণ ভৌমিক, জেলা সমন্বয় আধিকারিক শ্রী ধনবান রাপ্সাং, রাষ্ট্রীয় দক্ষতা বিকাশ পর্ষদের রাজ্য-কর্মকর্তা শ্রী সুরজিত রায় প্রমুখ | অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সামনে দক্ষতা বিকাশের জন্য প্রশিক্ষণের বহু ক্ষেত্র ও সুযোগ নিয়ে আলোচনা করেন বক্তারা |