ProMASS: Dec 29, 2016: কমৃচারীদের পাঁচ শতাংশ মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।গতকাল মন্ত্রিসভার শেষে একথা জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা। তিনি জানান, মহার্ঘভাতা প্রদানের এই সিদ্ধান্ত আগামী ১লা জানুয়ারী থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত ডি.আর.ডব্লিউ, স্থির বেতনের কর্মচারী, সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারীদের জন্যও প্রযোজ্য হবে।
Courtesy: AIR NEWS