ProMASS News Bureau: Feb 9, 2016:
কৃমিমুক্ত থাকার জন্য দেশের ১১টি রাজ্যের সাথে ত্রিপুরাতেও বুধবার, ১০ ফেব্রুয়ারি ‘জাতীয় কৃমিনাশক দিবস’ পালন করা হবে। এদিন ১-১৯ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের কৃমিনাশক ‘অ্যালবান্ডাজল’ ওষুধ খাওয়ানো হবে। রাজ্যের সব স্কুল ও অঙ্গনওয়ারি কেন্দ্রে এই ওষুধ খাওয়ানো হবে। রাজ্যের সাড়ে ১১ লাখ ছাত্র-ফাত্রী ও শিশুদের এই ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রাপূরণের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাজ্যের রোগ প্রতিরোধ বিভাগের অধিকর্তা ডা: কে এল ভৌমিক সহ অন্যান্য বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য: গত বছরের ১০ ফেব্রুয়ারি-তে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা জয়পুরে দেশের ১-১৯ বছরের ২৪ কোটি শিশুকে কৃমির হাত রেখে রক্ষা করতে ‘জাতীয় কৃমিনাশক দিবস’ সূচনা করেন। প্রাথমিক পর্যায়ে ত্রিপুরা, আসাম সহ মোট ১১টি রাজ্যের ১৪ কোটি শিশুকে কৃমিনাশক কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়।