শেয়ার বাজারের পরিস্থিতি দেখে বিশেষজ্ঞদের ধারণা, টায়ার কোম্পানির শেয়ারে তেজীভাব দেখা যেতে পারে। গত জুন ত্রৈমাসিকের ফলাফলে দেখা যাচ্ছে, প্রাপ্রতিটি কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। ঘরোয়া বাজারে টায়ারের চাহিদা বাড়ায় এবং তেল ও কাঁচামালের দর কমায়, সার্বিকভাবে উৎপাদন খরচ কমার ফলেই টায়ার কোম্পানিগুলির মুনাফা বেড়েছে। তবে এখনো টায়ার কোম্পানির শেয়ার কেনার আগে এটা মনে রাখা উচিত যে, চিন থেকে কম দামে আমদানি করা টায়ার দেশীয় কোম্পানিগুলিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এই কারণে এবং বাজার সংশোধনে টায়ার শেয়ারের দাম নিচে আসছে। বাছাই করা কিছু টায়ার কোম্পানির শেয়ার কম দামে পেলে অল্প অল্প করে কিছু শেয়ার কেনা যেতে পারে। প্রশ্ন হলো কোন টায়ার কোম্পানির শেয়ার কেনা যেতে পারে? জুন ত্রৈমাসিকের ফলাফলে দেখা যাচ্ছে CEAT, MRF সংস্থার বিক্রি ০.৫৮% এবং ৬.০৫% বৃদ্ধি পেয়েছে। নিট লাভ বেড়েছে যথাক্রমে ২৬৪.৮৯% এবং ৯৪.০৮% বেড়েছে। অন্যদিকে বিক্রির পরিমান যথাক্রমে ৪.১৩% ও ৭.৩৪% হ্রাস পেলেও JK Tyre, Apollo Tyres এর নিট লাভের পরিমাণ ১৬৯.০১% এবং ৬৩.৩৩% হারে বেড়েছে। শেয়ার বাজার বিশেষজ্ঞদের অভিমত হলো, রিস্ক থাকলেও আগামী দিনগুলিতে এই কোম্পানীগুলির শেয়ারের দাম বাড়তে পারে। এখানেও একই নিয়ম পড়তিতে কিনতে হবে, কিন্তু এক লপ্তে বেশি টাকার শেয়ার কেনা উচিত হবে না।