November 09,2017: আগামী ১৩ নভেম্বর থেকে একাদশ ত্রিপুরা বিধানসভার পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে। এজন্য ত্রিপুরা বিধানসভা চত্ত্বরে প্রবেশের ক্ষেত্রে কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধানসভা সচিবালয় থেকে জানানো হয়েছে বিধানসভা সচিবালয় থেকে প্রদত্ত বৈধ অনুমতিপত্র ব্যতিত পায়ে চালানো রিক্সা ছাড়া কোন ব্যক্তি বা যানবাহনকে বিধানসভা চত্ত্বরে প্রবেশে করতে দেওয়া হবেনা।
ত্রিপুরা বিধানসভার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, দর্শক এবং বিধানসভার কর্মীগণ বিধানসভায় প্রবেশের সময় নিরাপত্তা কর্মীরা চাইলে তাদের বৈধ অনুমতিপত্র দেখাতে হবে। ত্রিপুরা বিধানসভার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, দর্শক এবংসচিবালয়ের কর্মীগন বৈধ অনুমতিপত্র নিয়ে কোনও সহকারী ছাড়া গাড়ি অথবা যে কোনও যানবাহন নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন। বিধানসভার সদস্যগনের ব্যক্তিগত দেহরক্ষী যারা বিধানসভার সদস্যদের সঙ্গে আছেন তাদের আলাদা পাশ এর প্রয়োজন নেই। দর্শক,সরকারী আধিকারিক ,সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বিধানসভার কর্মীগন ব্যাগ বা অন্যান্য আপত্তিকর জিনিসপত্র নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারবেন না। অধিবেশন কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বলে বিধানসভা সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।