ProMASS News Bureau: Feb 15, 2016:
ত্রিপুরার অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা আগামীকাল (১৬ ফেব্রুয়ারি, ২০১৬) সকাল ৮টা থেকে শুরু হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিষ মোদক আজ (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানান, অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গণনাকেন্দ্রে মোট ১৪টি টেবিলে ভোটগণনার শুরুতেই পোষ্টাল ব্যালটের ভোটগণনা করা হবে, এরপর ইভিএম-এ ভোটগণনা শুরু হবে। ভোটগণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য গণনাকেন্দ্র ও গণনাকেন্দ্রের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচন কমিশনের দুজন পর্যবেক্ষকও এখন অমরপুরে রয়েছেন।
আগামীকালই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার এবং সি পি আই-এম দলের রাজ্য সম্পাদক বিজন ধর সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা দিল্লি যাবেন। সেখানে আগামীকাল থেকে পলিটব্যুরোর এবং আগামী বুধবার থেকে দলের কেন্দ্রীয় কমিটির দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকে আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে দলের কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হবে বলে বিজন ধর জানিয়েছেন।
এদিকে বিজেপি’র জনজাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ ফাগ্গন সিং কোলস্তে দুদিনের রাজ্য সফরে এসে আদিবাসীদের উন্নয়নের প্রসঙ্গে রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সাতনালা বাজার মাঠে আয়োজিত সমাবেশে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা অর্থ সঠিকভাবে ব্যবহার করছে না রাজ্য সরকার এবং আদিবাসী অংশের জনগণ বেশি বঞ্চনার শিকার হচ্ছে।
সুপ্রিম কোর্ট কর্তৃক নিযুক্ত সড়ক সুরক্ষা কমিটির নির্দেশানুসারে, দ্বিচক্র যান চালক ও সহযাত্রী উভয়ের জন্যই হেলমেট পরিধান বাধ্যতামূলক। ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়েছে। অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নির্ধারিত গতির চাইতে বেশি গতিতে গাড়ি চালালে কিংবা অতিরিক্ত পণ্য বা যাত্রী বহন করলে, নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালালে ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে তিন মাসের জন্য সংশ্লিষ্ট যানচালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।