ProMASS News Bureau: Feb 20, 2016:
Headlines
- আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ত্রিপুরার জিরানীয়া পর্যন্ত মালবাহী ব্রডগেজ ট্রেনের সূচনা।
- আদিবাসী স্বশাসিত এলাকায় ভিলেজ কমিটির নির্বাচন
- জোটে আপত্তি ত্রিপুরার বিরোধী নেতার
আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষ্যে ত্রিপুরায়ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি ও বেসরকারি স্তরে মহকুমাগুলোতেও বিভিন্ন ধরণের অনুষ্ঠান হবে। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে মূল সরকারি অনুষ্ঠানটি হবে আগামীকাল (২১ ফেব্রুয়ারি) বিকেল তিনটেয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আগরতলা বইমেলা মুক্ত মঞ্চে এই উপলক্ষ্যে বহুভাষিক কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামীকাল ও ২২ ফেব্রুয়ারি বিকেল চারটেয় কবি সম্মেলনে আমন্ত্রিত কবিরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করবেন।
ত্রিপুরার জিরানীয়া পর্যন্ত মালবাহী ব্রডগেজ ট্রেনের সূচনা
ত্রিপুরার জিরানীয়া পর্যন্ত মালবাহী ব্রডগেজ ট্রেনের চলাচল আজ থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু শনিবার শিলচর স্টেশনে রিমোর্টের মাধ্যমে এই ট্রেনের যাত্রা আনুষ্ঠানিকভাবে সূচনা করেন। এছাড়া রেলমন্ত্রী এদিন শিলচর-নয়াদিল্লি ‘সম্পর্ক ক্রান্তি’ এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনেরও সূচনা করেছেন। একই অনুষ্ঠানে তিনি মণিপুরের জিরিবাস পর্যন্ত ব্রডগেজ পণ্যবাহী রেলযাত্রারও সূচনা করেন। এই অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে কোহিমা, গ্যাংটক ও মনিপুর সহ পূর্বোত্তরের সব রাজ্যের সঙ্গে রেল যোগাযোগ গড়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, কিছুদিনের মধ্যেই শিলচর-আগরতলা এবং শিলচর-মুম্বাই বিশেষ ট্রেন চালু হবে।
আদিবাসী স্বশাসিত এলাকায় ভিলেজ কমিটির নির্বাচন
ত্রিপুরা আদিবাসী স্বশাসিত এলাকার অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনে ভোটকর্মীদের ভোটগ্রহন শনিবার থেকে শুরু হয়েছে, শেষ হবে আগামী কাল (২১ ফেব্রুয়ারি) । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে শনিবার একথা জানানো হয়েছে।
এদিকে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বামফ্রন্ট জোর প্রচার চালিয়ে যাচ্ছে। শনিবার দক্ষিণ জেলার মনু বংকুল আই টি আই মাঠে আয়োজিত সমাবেশে ভাষণে রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী অঘোর দেববর্মা আই পি এফ টি সহ অন্যান্য বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করে ভিলেজ কমিটি নির্বাচনের গুরুত্বের আলোকপাত করেন। ত্রিপুরা আদিবাসী স্বশাসিত এলাকায় তিপ্রাল্যান্ডের দাবির তীব্র বিরোধিতা করে বক্তব্য রাখেন সাংসদ জীতেন্দ্র চৌধুরি। কংগ্রেসের পক্ষ থেকে এদিন পেঁচারথল ব্লকের পূর্ব আন্ধার ছড়া, কড়ইছড়ায় নির্বাচনী সমাবেশ হয়। সমাবেশে প্রদেশ কংগ্রেস সভাপতি, বিধায়ক বীরজিৎ সিংহ এবং কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ বামফ্রন্ট পরিচালিত রাজ্য সরকারের নীতি ও কাজের সমালোচনা করেন।
জোটে আপত্তি ত্রিপুরার বিরোধী নেতার
পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিআই (এম)-এর মধ্যে সম্ভাব্য জোটের বিরুদ্ধে সওয়াল করলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি সি পি আই (এম)-এর তীব্র সমালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা নিজেদের স্বার্থে এই জোট গঠনের উদ্যোগ নিয়েছে বলে চিঠিতে বর্মন মন্তব্য করেন।