ProMASS News Bureau: Mar 18, 2016:
ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়েছে। অর্থমন্ত্রী তপন চক্রবর্ত্তী এদিন রাজ্য বিধানসভায় ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১৫ হাজার ২৪৬ কোটি ৫২ লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন। বাজেট প্রস্তাবে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৫ হাজার ৫৭ কোটি ৯৮ লক্ষ টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ ১৮৮ কোটি ৫৪ লক্ষ টাকা। ব্যয় সংকোচ, আরও উন্নত কর ব্যবস্থাপনা ও অতিরিক্ত সম্পদ সংগ্রহের মাধ্যমে এই ঘাটতি পূরণের চেষ্টা করা হবে বলে অর্থমন্ত্রী বাজেট ভাষণে উল্লেখ করেন।
রাজ্যে বর্তমানে চালু ২৭টি ভাতা প্রকল্পের মধ্যে যেগুলি প্রতিমাসে এক হাজার টাকার কম, সে সমস্ত ভাতার ক্ষেত্রে ১লা এপ্রিল থেকে প্রতিমাসে ১০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব বাজেটে করা হয়েছে। এছাড়া, ২০১৬-১৭ সালের বাজেটে অঙ্গনওয়ারি কর্মীদের প্রতিমাসে ২৫০ টাকা এবং অঙ্গনওয়ারি হেল্পারদের ১৫০ টাকা করে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রতি মাসে পরিবার পিছু ১লিটার সর্ষের তেল, ২ কেজি মসুর ও মুগ ডাল সরবরাহ করার জন্য মোট ভর্তূকির পরিমান ৩৫ টাকার পরিবর্তে ১লা এপ্রিল থেকে ৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
খাবারের জন্য প্রত্যেক তফশীলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীকে বোর্ডিং স্টাইপেন্ড ১লা এপ্রিল থেকে পাঁচ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ক্যান্সার পীড়িত রোগীদের সামাজিক সুরক্ষা সহায়তা নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব বাজেটে করা হয়েছে। এই প্রকল্প অনুযায়ী, ক্যান্সার পীড়িত রোগী যাদের বার্ষিক আয় ১ লক্ষ ৫০ হাজার টাকার কম এবং যাদের পরিবারে কোন সরকারি কর্মচারি নেই, এমন রোগীদের প্রতি মাসে ৬০০ টাকা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে এডিসি’র সদর দপ্তর খুমলুঙ-এ পলিটেকনিক ইনস্টিটিউট চালু করার জন্যও অর্থমন্ত্রী বাজেটে প্রস্তাব দিয়েছে্ন।