ProMASS News Bureau: Aug 20, 2016: রাজ্যের ঐতিহ্যবাহী মহারাজা বীরবিক্রম (এম বি বি) কলেজটি আনুষ্ঠানিকভাবে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় হিসেবে আত্ম-প্রকাশ করবে আগামী ৩১ অগাষ্ট। এই উপলক্ষ্যে ঐদিন দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী মানিক সরকার, উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্ত্তী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম কুমার বসু জানান, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, গত ১০ অগাষ্ট থেকে বিশ্ববিদ্যালয়ে মোট ৪টি বিষয়ে পাঠ্যক্রম শুরু হয়েছে এবং ১২২ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে বলে উপাচার্য জানান।
