ProMASS News Bureau: Agartala Circle: Aug 29, 2016: ত্রিপুরা বিধানসভার ৫ দলত্যাগী বিধায়কের সদস্যপদ বহাল থাকছে। আজ বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। আলোচ্য পাঁচ বিধায়ক হলেন, সুদীপ রায়বর্মন, আশিস সাহা, দিবাচন্দ্র রাঙ্খল, প্রণজিৎ সিংহরায় এবং দিলীপ সরকার। উল্লেখ্য, ঐ পাঁচ বিধায়ক কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর দলত্যাগ বিরোধী আইনে এদের বিধায়ক পদ খারিজ করার দাবি জানায় রাজ্য কংগ্রেস দল। গত কয়েকমাস ধরে এনিয়ে রাজ্য রাজনীতি সরগম ছিল। সব জল্পনার অবসান ঘটেছে অধ্যক্ষের আজকের সিদ্ধান্তে। বিস্তর আলোচনার পর অধ্যক্ষ আজ কংগ্রেস ত্যাগী ৫ বিধায়কের সদস্যপদ বহাল রাখার সিদ্ধান্ত আজ ঘোষণা করেন। এই সিদ্ধান্তের ফলে ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় এই ৫ সদস্য তৃনমূল দলের প্রতিনিধিত্ব করতে পারবেন। উল্লেখ্য: গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল ১০টি আসন জিতেছিল, তৃণমূল কোন আসনে জয়ী হয় নি। কিন্তু ইতিমধ্যে কংগ্রেসের একজন বিধায়ক সি পি আই (এম)-এ যোগদান করেন এবং ঐ ৫জন বিধায়ক তৃণমূলে যোগ দেন। ফলে বিধানসভায় কংগ্রেস বেশ ভালো রকমের ধাক্কা খেয়েছে বলে রাজনীতি বিশেষজ্ঞরা মতামত জানিয়েছেন।
