ProMASS: Teliamura Circle: Manabendra Nag: Aug 30, 2016: একসময়ের অতিস্পর্শকাতর এবং উগ্রপন্থীদের আক্রমণে তটস্থ গোদাইবাড়ি আজ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ঠিকানা। খোয়াই জেলার কল্যাণপুর থানার অধীন প্রেম সিং উরাং এডিসি ভিলেজের গোদাইবাড়ি গ্রাম আজ ঐক্য ও বিকাশের জন্য ‘আদর্শ গ্রাম’-এ রূপান্তরীত হয়েছে। পাহাড়ি দুর্গমতাকে দূর করে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় পাকা রাস্তা তৈরি হয়েছে। গ্রামবাসীদের যাতায়াতের সমস্যা মিটেছে।
কল্যাণপুর থানা থেকে প্রায় ১০ কিমি দূরে গোদাইবাড়ি গ্রামটি অবস্থিত। এক সময়ে রাজ্য প্রশাসনের মানচিত্রে এই গ্রামটি অতিস্পর্শকাতর এলাকা হিসেবে চিত্রিত ছিল। সন্ত্রাসবাদীদের ঘাঁটি বলে পরিচিত ছিল গোদাইবাড়ির মাটি। বলা ভাল, গোদাইবাড়ি ছিল সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল। অনুপজাতি তো বটেই, এমনকী আদিবাসীদের কাছেও আতঙ্কের অপর নাম ছিল গোদাইবাড়ি গ্রাম। বিশেষ করে ১৯৯৬ সাল থেকে ২০০৫ পর্যন্ত গোদাইবাড়ি গ্রামে পৌঁছানোই এক ভয়ংকর ব্যাপার ছিল। সন্ত্রাসবাদীরা সেসময়ে এতটাই সক্রিয় ছিল যে, তাদের হাতে পরপর খুন হয় গোদাইবাড়ি এলাকার গণ-আন্দোলনের নেতা-কর্মীরা। এই অঞ্চলেই ২০০০ সালের ৩১ আগষ্ট-এ শান্তি মিছিল করে ফেরার পথে খুন হন গণ আন্দোলনের নেতা তথা যুবনেতা তপন চক্রবর্তী। এছাড়াও উগ্রবাদীদের হাতে খুন হয়েছিলেন জাতি-উপজাতি গণ-আন্দোলনের নেতা প্রেম সিং উরাং। সন্ত্রাস পরবর্তী সময়ে প্রেম সিং উরাং স্মৃতিতেই এই এ ডি সি’র নামাকরণ হয় প্রেম সিং উরাং এডিসি ভিলেজ।
অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীদের খুন-অপহরন করা, ভয় দেখানো, তোল্লা আদায় ইত্যাদি অপকর্ম চালানোর পাশাপাশি প্রতিনিয়ত আরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গোলাবর্ষণ করতো। এমন ত্রাস-আতংকের মাঝে স্বাভাবিকভাবেই জনজীবন ব্যাহত হয়, থমকে যায় উন্নয়নমুখী কার্যকলাপ। কিন্তু জনগণের সহযোগিতা এবং আরক্ষা বাহিনীর জওয়ানদের কড়া পদক্ষেপের ফলে গোদাইবাড়ি তথা প্রেম সিং উরাং এডিসি ভিলেজের চেহারা আমূল বদলে গেছে। প্রাণের পরশে যেন মৃতপুরী আবার জেগে উঠলো। শুরু হল বিকাশমূলক কর্মযজ্ঞ। রুক্ষ মাঠগুলিকে শুরু হল চাষাবাদ। দুপাশে সবুজ ক্ষেতের বুক চিরে কালো পিচের রাস্তা চলে গেছে। ধীরে ধীরে বিদ্যুৎ, পানীয় জল পৌঁছে গেছে। সমৃদ্ধির ছোঁয়া লেগেছে গোদাইবাড়ির গ্রামে। আতংকের কালো সময়গুলি পেছনে ফেলে বিকাশের পথে এগিয়ে চলেছে গোদাইবাড়ি। জাতি-উপজাতি জনগণ সম্মিলিতভাবে বিকাশের অংশীদার। হিংসা নয়, বিভেদ-বিদ্বেষ নয়, ঐক্যের হাত ধরেই উজ্জ্বল ভবিষ্যতের পথে চলতে চায় গোদাইবাড়ির জনগণ – এমনই বার্তা দিলো প্রেম সিং উরাং এডিসি ভিলেজের বাসিন্দারা।
