ProMASS News Bureau: Aug 30, 2016: আগরতলা বিমান বন্দরের সম্প্রসারণ এবং এটি আন্তর্জাতিক বিমানবন্দরে মানোন্নত করার কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জয়ন্ত সিনহা। তিনি বলেন, এই কাজের জন্য মন্ত্রকের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং আনুমানিক ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রী জয়ন্ত সিনহা মঙ্গলবার আগরতলায় একথা জানান। আগরতলা বিমান বন্দরের মানোন্নয়নের কাজ সম্পূর্ণ হওয়ার পর সমগ্র উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার যোগাযোগ বাড়বে বলে আশা করা যায়। উল্লেখ্য, রাজ্য সরকার ইতিমধ্যেই আগরতলা বিমানবন্দরের সম্প্রসারণ ও মানোন্নয়নের জন্য ৭২ একর জমি এয়ারপোর্ট অথরিটির হাতে তুলে দিয়েছে।
কথা প্রসঙ্গে মন্ত্রী সিনহা বলেন, উনকোটি জেলার কৈলাশহর বিমান বন্দরটি পুনরায় ব্যবহারযোগ্য করার পরিকল্পনা সরকারের রয়েছে।