ProMASS News Bureau: Agrtala Circle: Sep 1, 2016: ব্রডগেজ রেলের পর আরও একটি ‘নতুন’-এর আনুষ্ঠানিক পথ চলা আজ থেকে শুরু হল। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ নজরুল কলাক্ষেত্রে আনুষ্ঠানিক ভাবে সাউন্ড রেকর্ডিং স্টুডিও-র উদ্বোধন করেছেন। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই স্টুডিওটি তৈরি হয়েছে। এটি নির্মাণে এক কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে সূত্রের খবর।
স্টুডিওটি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন রাজ্যে এই ধরণের স্টুডিও ছিল না, এর ফলে রাজ্যের শিল্প সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দীর্ঘদিনের এক চাহিদা আজ পূর্ণ হল। উল্লেখ্য, দেশে নামজাদা সাউন্ড ইঞ্জিনিয়ার দামান সুদ-এর পরামর্শ অনুযায়ী এই স্টুডিও নির্মাণ করা হয়েছে।
সূত্রের খবর, এই স্টুডিওটি পরিচালনার জন্য কলকাতার সত্যজিত রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে রাজ্যের তিন জনকে প্রশিক্ষণ দিযে আনা হয়েছে। সরকারি ছুটির দিন বাদে অন্য দিনগুলিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা স্টুডিও খোলা থাকবে। নির্ধারিত ভাড়ায় রেকর্ডিং, ভয়েস ওভার, লাইভ রেকর্ডিং মিক্সিং ইত্যাদি কাজ করা যাবে।