ProMASS: Teliamura Circle: Manabendra Nag: Sep 1, 2016: এক সময়ের তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস ও খোয়াই জেলা কংগ্রেসের গোষ্ঠি কোন্দলের হোতাদের একাংশ শীর্ষ নেতা এখন তৃণমূলের নেতা। এইসব শীর্ষ নেতাদের উপস্থিতিতে আজ তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হল তৃণমূলের একদিনের কর্মী সম্মেলন। একদা কংগ্রেস দলের অভ্যন্তরে চূড়ান্ত গোষ্ঠিদ্বন্দ্বের শিরোমণিদের একাংশ নেতাদের এই সম্মেলনে হাজির হওয়াকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহকুমাস্তরে জনগণের মধ্যে নানাহ প্রশ্ন উঠছে। কর্মী সম্মেলনে অংশগ্রহণকারিদের মধ্যেই আগামী নির্বাচনে এইসব নেতাদের ভূমিকা সম্পর্কে সন্দেহ রয়েছে বলে অভিযোগ শোনা গেছে।
সাধারণ নাগরিকদের মধ্যেও প্রশ্ন উঠেছে, গোষ্ঠিদ্বন্দ্বপ্রিয় এইসব নেতারা সত্যিই কি মা-মাটি-মানুষের নেত্রী মমতা ব্যানার্জীর আদর্শে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে অংশ নেবেন, নাকি খেয়োখেয়ির রাজনীতি করে কংগ্রেসের মতই জীর্ণ করবে তৃণমুল-কেও? অভিযোগ, গোষ্ঠিদ্ব্ন্দ্বে পটু এইসব নেতারা গত ২০১৩ সালের নির্বাচনের মতই শাসক দলের বি-টিমের ভূমিকা গ্রহণ করবেন। জনগণের এই আশঙ্কা সত্যি বলে প্রমাণিত হবে নাকি সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
শুধু তেলিয়ামুড়া মহকুমা বা খোয়াই জেলাই নয়, সামগ্রিক ভাবে কংগ্রেসত্যাগীদের নেতৃত্বে ভার দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমুল কতটা সুবিধে করতে পারবে, সেব্যাপারেও সন্দেহ রয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।