ProMASS Media: Agartala: Sep 02, 2016: কলকাতার সীমানা ছাড়িয়ে ডেঙ্গু জীবাণুবাহী মশা আগরতলার শহরাঞ্চলে পাওয়া গেছে বলে পতঙ্গবিদ্যা বিশেষজ্ঞরা জানিয়েছেন। সাম্প্রতিক এক সমীক্ষায় ডেঙ্গু রোগের মশার লার্ভা পাওয়া গেছে আগরতলার মোটরস্ট্যান্ড এবং হাপানিয়া বাইপাস এলাকা সহ কয়েকটি জনবহুল এলাকায়| জানা গেছে, আগরতলা মোটরস্ট্যান্ড এবং হাপানিয়া বাইপাস এলাকায় পরিত্যক্ত কয়েকটি টায়ারের মধ্যে জমা জলে এডিস মশার লার্ভা রয়েছে| এছাড়াও পান্ডবপুর, জিরানিয়া এলাকায়ও সমীক্ষাকালে এডিস মশার লার্ভা পাওয়া যায়| সমীক্ষার ফলাফল জানার পর রাজ্যের জনস্বাস্থ্য দপ্তর ব্যাপক সচেতনতামূলক প্রচার অভিযানে নামার পরিকল্পনা নিয়েছে| প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জমা জল পরিষ্কার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। যেসব স্থানে ও পাত্রে জল জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেগুলি একদিন পর পর পরিস্কার করে নিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন|
