ProMASS Knowledge Domain: Sep 02, 2016: কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রক আদিবাসী ছাত্রছাত্রীদের কাছে ন্যাশনাল ওভারসিজ বৃত্তি, প্যাসেজ গ্রান্টের জন্য আবেদনপত্র আহ্বান করেছে| বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে, পি.এইচ.ডি, এবং পোস্ট ডক্টরাল রিসার্চ প্রোগ্রামে পড়াশুনার জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের এই বৃত্তি প্রদান করা হবে| মোট ২০টি বৃত্তি দেয়া হবে। আবেদনকারির বয়স জুলাই ১, ২০১৬-এ ৩৫ বছরের কম হতে হবে। কর্মরত আবেদনকারির নিজের অথবা পারিবারিক আয় বছরে ৬ লক্ষ টাকার বেশি হলে এই বৃত্তির জন্য যোগ্য নয়। বৃত্তির জন্য আবেদনপত্র ও বিস্তারিত তথ্য www.tribal.nic.in ওয়েটসাইট-এর Education মেনুতে পাওয়া যাবে|