ProMASS News Bureau: Agartala: Manabendra Nag: Sep 05, 2016: আগামী ২০১৮ বিধানসভা নির্বাচনে শাসক বামফ্রন্ট দলকে বড়সড় ধাক্কা দেবে তৃণমূল কংগ্রেস এবং ২০১৯ লোকসভার নির্বাচনের তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মুকুল রায় এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, B.J.P দল সর্বভারতীয় স্তরে আগামী দিনে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে।
কংগ্রেস দল ছেড়ে আসা ৬জন বিধায়ককে রাজ্য বিধানসভার সদস্য হিসেবে স্বীকৃতির কথা উল্লেখ করে তিনি জানান, সর্বসম্মতি ক্রমে রাজ্য তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের নেতা হিসাবে তৃনমূল বিধায়ক দিবাচন্দ্র রাংখলকে দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য আজকের এই সাংবাদিক সম্মেলনে রাজ্যের অন্য নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও দিবাচন্দ্র রাঙ্খল অনুপস্থিত থাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে বলে খবরে প্রকাশ।
আগামী বিধানসভা নির্বাচনে আই পি এফ টি-র তৃণমূলের নির্বাচনী আঁতাতের প্রশ্ন মুকুল রায় সরাসরি কোন জবাব দেন নি। উল্লেখ্য সম্প্রতি অনুষ্ঠিত সিমনা-তকমাছড়া এডিসি নির্বাচনে তৃণমূল এবং আই পি এফ টি’র মধ্যে গোপন আঁতাত ছিল বলে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেছে।
গত ২৩শে আগষ্ট I.P.F.T –এর রাজনৈতিক সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে আগরতলা শহর ও শহরতলী এলাকায় যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সে প্রসঙ্গে মুকুল রায় বলেন, তৃণমূল কংগ্রেস জাতি ও উপজাতির মধ্যে ঐক্য অটুট রাখতে এরাজ্যে প্রধান ভুমিকা নিয়েছে। তৃণমূল কংগ্রেস ২৩শে আগষ্টের ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত চায়, দলদাসের প্রশাসনিক তদন্ত নয়। একই সঙ্গে তিনি জানান গত ২৩শে আগষ্টের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দুর্বলতার প্রতিবাদ জানাতে আগামী ২৩শে সেপ্টেম্বর তৃণমূল ছাত্রযুব পরিষদের উদ্যোগে ছাত্রযুব জমায়েত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন দলের যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।
তিনি জানান, আগামী ৮ই সেপ্টেম্বর দীপা কর্মকারকে তৃণমূল কংগ্রেসের তরফে তিনি দীপাকে বিশেষ সংর্বধনা জানাবেন। দেশের বিশিষ্ঠ শিক্ষাবিদ ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবসে ৫৫-তম শিক্ষক দিবস উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা সাংসদ মুকুল রায় সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানান, পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের যথাযথ সম্মান দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আজ গনেশ চতুর্থী উপলক্ষেও তিনি রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।