ProMASS News Bureau: Agartala: Sep 07, 2016: হাজারো কন্ঠে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ শ্লোগান ধ্বনিত হল আগরতলা সহ সারা রাজ্যে। আজ যুদ্ধ বিরোধী দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে শান্তি মিছিলের আয়োজন করা হয়। রাজধানী আগরতলায় আয়োজিত এই শান্তি মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সি পি আই (এম) দলের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এদিনের শান্তি মিছিলে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং যুবক-যুবতীরা অংশ নেন। স্কুলের ছাত্রছাত্রীরাও এই মিছিলে অংশ করেছে। যুদ্ধের বিরুদ্ধে শ্লোগান দিয়ে আগরতলার রাজপথে মিছিলে অংশ নিয়েছেন শারীরিকভাবে অক্ষম, প্রতিবন্ধীরাও। মিছিলে জাতি-উপজাতি সম্প্রদায়ের মহিলাদের ছিল নজরকাড়া উপস্থিতি। রাস্তার ধারে উৎসাহী জনগণও বর্ণাঢ্য এই মিছিলের শ্লোগানে স্বত:স্ফুর্তভাবে সাড়া দিয়েছেন।

একইভাবে রাজ্যের অন্যান্য জেলা ও মহকুমা এলাকায় যুদ্ধবিরোধী শান্তি মিছিল করা হয়। খোয়াই থেকে আমাদের প্রতিনিধি মানবেন্দ্র নাগ জানিয়েছেন, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সহ-সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য, শ্রমিক নেতা নির্মল বিশ্বাস সহ অন্যান্যদের নেতৃত্বে খোয়াই-এ শান্তি মিছিল হয়েছে। যুদ্ধ বিরোধী এই মিছিলে পুলিশ, উকিল, কর্মচারী, শ্রমিক ও সাধারন মানুষ শান্তির স্বপক্ষে মিছিলে হাঁটলেন, আওয়াজ তুললেন যুদ্ধের বিপক্ষে। মিছিল শেষে সুভাষপার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে হয় সভা।