ProMASS News Bureau: Agartala: Manabendra Nag: Sep 7, 2016: বিশালগড় মহকুমা পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত হল প্রায় দেড় কোটি টাকার শুকনো গাঁজা। উল্লেখ্য গাঁজা কারবারিদের বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর বি এস এফ এবং পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে নেমে বেশকিছু পরিমাণে গাঁজা উদ্ধার করে। খবরে প্রকাশ, মঙ্গলবার শেষরাতে গোপন তথ্যের ভিত্তিতে বিশালগড় পুলিশ জাতীয় সড়কে আগরতলামুখী একটি লরি আটক করে এবং তল্লাশি চালিয়ে ২৫ কেজিওজনের ৩৯টি এবং ৫ কেজি ওজনের ৩১টি বস্তা উদ্ধার করে, সব মিলিয়ে প্রায় ১১৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক প্রবীর পাল, ওসি সত্যেন বসু’র নেতৃত্বে এই তল্লাশী অভিযান চালানো হয়। ত্রিপুরায় এই পরিমাণ গাঁজার বাজার দর প্রায় সাড়ে ৫৬ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার সুদীপ্ত দাস। তবে বহির্রাজ্যে এর দর অন্তত দেড় কোটি টাকা হবে বলে জানা গেছে। লরির চালক এবং সহচালক সহ ৩জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং মামলা রুজু করেছে।
