ProMASS News Bureau: Sep 15, 2016: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে তিনদিনব্যাপী নীরমহল পর্যটন উৎসব-২০১৬ শুরু হবে। সোনামুড়া মহকুমার মেলাঘর রাজঘাট মুক্তমঞ্চে এই ঐতিহ্যবাহি উৎসবের উদ্বোধন করবেন বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, মেলাঘর পুর পরিষদ এবং রুদ্রসাগর উদ্বাস্তু মৎসজীবী সমবায় সমিতি যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
নীরমহল উৎসবের অংগ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর রাজঘাট মুক্ত মঞ্চে জেলাভিত্তিক মনসামঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় স্থানীয় শিল্পী এবং পশ্চিমবঙ্গের বাউল শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় রুদ্রসাগরে দূরপাল্লার সাঁতার ও বিকেল ৩টের সময় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।