ProMASS News Bureau: Agartala: Sep 27, 2016: তৃণমূলের পর আজ বিজেপি মিছিল করলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। পুড়লো মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা। ত্রিপুরার রাজনৈতিক পরিমন্ডলে নিজেদের প্রধানতম বিরোধী দল হিসেবে তুলে ধরতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি’র মধ্যে প্রতিযোগিতা চলছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি মন্তব্যকে ঘিরে তৃণমুল কংগ্রেস এবং বিজেপি প্রচারাভিযান চালাচ্ছে।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর আগরতলায় ফিকি আয়োজিত একটি অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগ বাড়াতে ভূটান, নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের ক্ষেত্রে ভারতের নীতি প্রসঙ্গে আলোচনা করেন। প্রতিবেশি দেশের উপর ভারত ‘দাদাগিরি’ করছে – ভাষণে এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলে তৃণমূল এবং বিজেপি এবং মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ‘দেশদ্রোহীতা’ বলে অ্যাখ্যা দিয়েছে। এই নিয়ে তৃণমূল বিধানসভায় হৈ হট্টগোল করে এবং গতকাল রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছে।
আজ বিজেপি একই ইস্যুতে পথে নেমেছে। রাজ্য নেতৃত্বকে সামনে রেখে মিছিল করে এবং কুশপুত্তলিকা পুড়িয়ে মুখ্যমন্ত্রীর তথাকথিত “দে্শদ্রোহীতা’র প্রতিবাদ জানিয়েছে।