ProMASS, Agartala, Sep 29, 2016: এবছরের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের পিসিবি গ্রুপের মেধা তালিকায় থাকা আগ্রহী ছাত্র-ছা্ত্রীরা যারা এমবিবিএস কোর্সের ১২টি আসনের জন্য প্রথম পর্বের কাউন্সেলিং-এ উপস্থিত হয়েছিলেন, তাদের আগামীকাল অনুষ্ঠিতব্য কাউন্সেলিং-এ অংশ নিতে অনুরোধ করা হয়েছে। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রেক্ষাগৃহে দুপুর ১২টা থেকে এই কাউন্সেলিং অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য: ত্রিপুরা উচ্চ আদালতের আদেশ অনুসারে গতকাল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে এই কোর্সের কাউন্সেলিং বাতিল বলে ঘোষণা করেছে রাজ্যের মেডিক্যাল শিক্ষা দপ্তর।
এমবিবিএস কোর্সের ১২টি আসনের মধ্যে ৪টি তপশিলী উপজাতি, ২টি তপশিলী জাতি এবং বাকী ৬টি আসন সাধারণের জন্য রয়েছে। একইসঙ্গে আগামীকাল ইম্ফলের আঞ্চলিক চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠানে এমবিবিএস-এ একটিমাত্র আসনের জন্যও কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের সমস্ত অরিজিন্যাল কাগজ-পত্র সহ নির্দিষ্ট সময়ে কাউন্সেলিং-এ উপস্থিত থাকতে বলা হয়েছে।