ProMASS, Agartala, Sep 29, 2016: রাজ্য রাজনীতিতে বিরোধী দলের ডেপুটেশন কর্মসূচি চালু রয়েছে। উল্টোদিকে শাসক দল উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক কর্মসূচি রূপায়নের কাজ জারি রেখেছে।
সংসদ আদর্শ গ্রাম যোজনায় ধলাই জেলার কাঁঠালবাড়ি ভিলেজ কমিটি স্থান পেয়েছে। এর প্রেক্ষিতে গতকাল আমবাসা মহকুমার শিকারীবাড়ি জোনাল এলাকায় কাঁঠালবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় আর্থিক স্বাক্ষরতা ও সচেতনামূলক আলোচনা শিবির। সরকারের আর্থিক সংযুক্তিকরণ প্রকল্প আরও ভালভাবে রূপায়নের লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে এই শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখার শাখা সঞ্চালক স্বরাজ ভট্টাচার্য, দিল্লি থেকে আগত সংসদ যোজনার প্রতিনিধি নেহা মালিক সহ অন্যান্যরা।
এদিকে চলতি মাসে টুয়েপ প্রকল্পে রাজ্য সরকার ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে আজ মহাকরণে একথা জানান। উল্লেখ্য মনরেগা ধাঁচে শহর এলাকার জনগণের আর্থিক সংস্থানের জন্য বামফ্রন্ট সরকার টুয়েপ প্রকল্প জারি করেছে। মানিক দে জানান, রাজ্যের ২০টি নগর এলাকায় টুয়েপ প্রকল্পে মোট ৬২ হাজার ৫৪৩ টি জব-কার্ড রয়েছে। এছাড়াও আল্তিক রোজগার বাড়াতে এবং জুমিয়াদের স্বাবলম্বী করে তুলথে উত্তর জেলার কাঞ্চনপুরের আনন্দবাজারে এক অনুষ্ঠানে ৪২০ জন জুমিয়াকে পিগারি প্রকল্পে শুকর দেওয়া হয়।
রাজ্যের বিরোধী দলগুলি রাজ্যের বিভিন্ন স্থানে আজও ডেপুটেশন কর্মসূচি পালন করেছে। বিজেপি’র এক প্রতিনিধি দল আজ জিরানিয়া এলাকায় সম্প্রতি উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে জিরানিয়ার এসডিএম-এর কাছে ডেপুটেশন দিয়েছে। কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে জঙ্গী ঘাঁটি গুড়িয়ে দেওয়ায় ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বিজেপি আজ শহরে একটি মিছিলের আয়োজন করে।
আজ তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে খোয়াই ব্লকের বিডিও-র কাছে ১১ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিয়েছে। ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখা এবং প্রকৃত লোকেদের প্রকল্পের জন্য নির্বাচিত করা সহ অন্যান্য দাবি করা হয়।