ProMASS, Agartala, Oct 13, 2016: ত্রিপুরায় পাঁচজন এন এল এফ টি জঙ্গী আত্মসমর্পন করেছে। দেরিতে পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার এলাকায় বিএসএফ-এর কাছে জঙ্গীরা গতকাল রাতে আত্মসমর্পন করেছে। বি এস এফ-এর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী প্রতাপপুর ফাঁড়িতে পুলিশের গোয়েন্দা শাখার ডি এস পি এবং বি এস এফ জওয়ানদের কাছে ঐ পাঁচজন জঙ্গী আত্মসমর্পন করেছে বলে খবরে প্রকাশ। আত্মসমর্পনের সময় কোন অস্ত্র-শস্ত্র জঙ্গীরা জমা করে নি, তবে একটি ওয়ারলেস সেট ও বেশকিছু আপত্তিকর নথিপত্র এদের কাছে পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য আজ বিকেলে জঙ্গীদের আগরতলায় আনা হয়েছে। আত্মসমর্পনকারি পাঁচ জঙ্গীর মধ্যে বিষুরাই দেববর্মা নামে একজন স্বঘোষিত কর্পোরাল রয়েছে। বিষুরাই-এর বাড়ি আগরতলার নিকটবর্তী জিরানীয়ায়।