ProMASS, Agartala: Oct 26, 2016:
উত্তর-পূর্ব সীমান্ত রেল-এর সর্বত্র ২০১৬-র ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ‘প্রহরা সচেতনতা সপ্তাহ’ পালন করা হবে। এজন্য এই বছরের মূলভাবনা হল “সংহতির প্রতি উৎসাহ দান এবং দুর্নীতি নির্মূলকরণে জনগণের অংশগ্রহণ”।
এই সচেতনতা সপ্তাহের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে এন এফ রেলওয়ের সদর দপ্তর এবং বিভাগসমূহে সমস্ত আধিকারিক ও কর্মীদের দ্বারা শপথ গ্রহণ, সমস্ত বিভাগ ও দপ্তর সমূহের সিনিয়র স্কেল ও জুনিয়র অ্যাডমিনিস্ট্রিটিভ গ্রেডের আধিকারিকদের নিয়ে মতামত বিনিময় অধিবেশনের আয়োজন, এন এফ রেলওয়ের সর্বত্র স্কুল ও কলেজে প্রবন্ধ ও বাচিক শিল্পের প্রতিযোগিতা।
কর্মচারিদের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতা, জোনাল ট্রেনিং স্কুলগুলিতে ব্যঙ্গচিত্র/ পোস্টার-এর বসে আঁকো প্রতিযোগিতা, আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতা, রেল বিভাগের কর্মীদের দ্বারা নুক্কুদ নাটক (পথনাট্য) উপস্থাপনা করা হবে। এই উপলক্ষে প্রহরা বিষয়ক একটি ডিজিলেন্স বুলেটিন প্রকাশ করা হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এই তথ্য জানানো হয়েছে।