ProMASS, Agartala: Oct 28, 2016:
আজ প্রথম জাতীয় আয়ুর্বেদ দিবস। এই দিবসটির মূল ভাবনা হল আয়ুর্বেদের মাধ্যমে ডায়াবেটিস রোগের সাবধানতা ও প্রতিকার। আজ নতুন দিল্লিতে এ উপলক্ষ্যে “মিশন মধুমেহ থ্রো আয়ুর্বেদা” নামে একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। ত্রিপুরায়ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
আজ বিকালে আগরতলায় সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে ডায়াবেটিস বিষয়ক এক সেমিনারের উদ্বোধন করেন। স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। উদ্বোধনী ভাষণে আয়ুর্বেদের উপকারিতা ব্যাপকভাবে মানুষের মধ্যেই ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। ত্রিপুরা স্টেট আয়ুর্বেদিক ডক্টরস্ এসোসিয়েশন-এর পক্ষ থেকে স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া, সকালে জগহরিমুড়া এলাকায় একটি স্বাস্থ্য শিবিরে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।
এই উপলক্ষ্যে নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে আয়ু্শ মন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, আয়ুর্বেদের মাধ্যমে ডায়াবেটিস রোগ প্রতিকারের জন্য একটি বিশেষ জাতীয় চিকিৎসা আচরণবিধি তৈরি করা হয়েছে, যা সারা দেশেই চালু করা হবে। তিনি আরও জানান, সরকার সারাদেশে আয়ুবের্দের প্রচার ও প্রসারে দায়বদ্ধ।