Feb 03, 2017: হিংসার আগুনে জ্বলছে নাগাল্যান্ডের কোহিমা। নাগাল্যান্ডের সরকার সেরাজ্যের ১২টি শহরে পুরসভার নির্বাচন করার সিদ্ধান্তের পরেই নাগা উপজাতিকে নিয়ে গঠিত এনটিএসি বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পুর নির্বাচনের বিরোধিতা করে। এনটিএসি’র দাবি হল পুরসভা নির্বাচনে মহিলাদের ৩৩শতাংশ আসন সংরক্ষন করতে হবে। বিক্ষোভকারীরা পুরসভা নির্বাচনে মহিলাদের ৩৩শতাংশ আসন সংরক্ষন সহ মুখ্যমন্ত্রীর জেলিয়াং এবং তার মন্ত্রীসভার পদত্যাগেরও দাবী জানিয়েছে। দাবিপূরণে আহুত অনিদিষ্ট কালীন বনধের ফলে কোহিমা ও ডিমাপুরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এদিকে, সহস্রাধিক উপজাতি তিরধনুক ও অন্য অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন সরকারি অফিসে হামলা চালায় এবং ভাঙচুর চালায়, পুরসভা ও জেলাশাসকের কার্য্যালয় সহ বেশ কিছু অফিসে অগ্নিসংযোগও করেছে বিক্ষোভকারিরা।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেখানে সেনা মোতায়ন করা হয়। এর আগে গত মঙ্গলবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। ফলে ডিমাপুরে কার্ফু জারী করতে হয়। বিক্ষোভ প্রদর্শনের সময় মৃত্যুর ঘটনায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে সংবাদসূত্রের খবর।