Feb 13, 2017: ত্রিপুরার মাটিতে ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই শুরু করেছে রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটি। এই লড়াইয়ে বাড়তি অক্সিজেন যোগাতে আগামী ১৯ ফেব্রুয়ারি আগরতলায় আসছেন শিলচরের সাংসদ তথা এআইসিসি’র মুখপাত্র সুস্মিতা দেব।
দলের প্রথম সারির নেতা ও কর্মীরা যে হারে দল থেকে বেরিয়ে অন্য দলে নাম লেখাতে শুরু করেছে, তাতে একসময় ত্রিপুরায় কংগ্রেস দলের কার্যকরী অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে। এরই মাঝে, নিজেদের সাংগঠনিক শক্তি, বিশেষ করে নীচুতলার কমিটেড কর্মীদের মনোবল বাড়িয়ে সংগঠন মজবুত করার উদ্যোগ রাজ্য কংগ্রেস দল নিয়েছে। সারা রাজ্যের ব্লকস্তরে পালিত হচ্ছে জন বেদনা সম্মেলন। মোদি সরকারের বিমুদ্রায়ন ও ক্যাশলেস অর্থনীতির কারণে আম জনতার দুর্ভোগ সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রতিবাদ সংগঠিত করতেই এই জন বেদনা কর্মসূচি।
এই কর্মসূচির মধ্যে দিয়েই সংগঠনকে শক্তিশালী করতে আগামী ১৯ ফেব্রুয়ারি আগরতলায় বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত জন বেদনা কর্মসূচিতে উপস্থিত থাকবেন সুস্মিতা দেব। প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেবের সঙ্গে এই জন বেদনা কর্মসূচিতে হাজির থাকবেন পিসিসি’র রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা, স্থানীয় বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ, সন্তোষ মোহন দেবের হাত ধরেই ত্রিপুরায় বামফ্রন্টকে পরাজিত কংগ্রেস-টিইউজিএস-এর জোট জমানার শুরু। এবার দুর্দিনে রাজ্য কংগ্রেস সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেবের ভাষণে রাজ্যের কংগ্রেস কর্মীরা কতটা উজ্জীবিত হয়, এখন সেই দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। এই মুহুর্তে প্রধান বিরোধী দল হয়ে উঠার জন্য লড়াই চলছে তৃণমুর কংগ্রেস এবং বিজেপি’র মধ্যে। কংগ্রেস যদি নিজেদের সংগঠনকে মজবুত করে এগিয়ে আসতে পারে, তাহলে রাজ্য রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা।