Feb 15, 2017: ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আজ বি এ সি’র বৈঠকের পর একথা জানিয়েছেন সিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ। তিনি জানান, রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বিধানসভায় ২০ ফেব্রুয়ারি পেশ করবেন।বাজেট অধিবেশন শুরুর দিনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাজ্যজুড়ে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই আন্দোলনের অংগ হিসেবে বিধানসভা অভিযান করবে। এছাড়াও বিভিন্ন ইস্যুতে বিরোধী তৃণমুল এবং কংগ্রেস বিধানসভায় বিভিন্ন ইস্যুতে শাসক দলকে কোণঠাসা করবে বলে জানিয়েছে।
বিধানসভার অধিবেশন প্রথম পর্যায়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী পর্যায়ে ১৪ এবং ১৫ মার্চ বিধানসভা অধিবেশন বসবে।